ইউরোপ , এশিয়া
বিদেশে এখন
0

কুয়াশায় ঢাকা দিল্লি, চীনে রেকর্ড শীত

তুষারে ঢাকা পড়েছে গোটা ইউরোপ

জানুয়ারির শুরু থেকেই বিশ্বের বেশিরভাগ দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। মাসের মাঝামাঝি কনকনে ঠান্ডার সঙ্গে হাড়-কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো দিল্লি শহর। বাসিন্দাদের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। চলতি শীত মৌসুমে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়সহ বেশ কয়েকটি রাজ্যে রেড এলার্ট চলছে। রাজস্থানে শীতের প্রকোপ কিছুটা কমায় হলুদ সতর্কতা জারি করা হয়। দেশটির আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী বুধবার পর্যন্ত ভারতের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পাকিস্তানের ইসলামাবাদে তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে রয়েছে। তবে লাহোরের তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে।

শীতের শুরুতেই চরম শৈত্যপ্রবাহের মুখে পড়েছে চীন। বেইজিংয়ে সবচেয়ে বেশি সময় ধরে তাপমাত্রা শূন্যের নিচে রেকর্ড করা হয়েছে। ১৯৬১ সালের পর শহরটিতে আর কখনো এত শীত পড়েনি। চীনের উত্তর ও উত্তরপূর্বের কিছু জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

ইউরোপেও তুষারপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। জার্মানি, যুক্তরাজ্যসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অবস্থা বেশ খারাপ। কয়েক ইঞ্চি পুরো বরফের আস্তরে ছেয়ে বিস্তৃত এলাকা। রেকর্ড তুষারপাতে চাপা পড়েছে রাশিয়ার মস্কো। এছাড়া, বেশিরভাগ রুশঅঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আগের তুলনায় শীতের প্রকোপ বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রেও জেঁকে বসেছে প্রচণ্ড শীত। তীব্র তুষারপাতে প্রতিদিনই বাতিল হচ্ছে কয়েক হাজার ফ্লাইট। দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে শীতকালীন ঝড়ের আঘাতে মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যের বহু ঘরবাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া শিকাগো, ইলিনয়সহ কয়েকটি অঞ্চলে কয়েক ইঞ্চি পুরো বরফ জমাট বেধেছে। প্রচণ্ড শীতের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে ঝড়ের আভাস দিচ্ছে দেশটির আবহাওয়া অফিস।

এসএসএস