চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও নাইজেরিয়ায় কুকুরের মাংস খাওয়ার প্রচলন কয়েক শতাব্দি পুরনো। অনেকেরই বিশ্বাস, শরীরে শক্তি বাড়াতে অন্যতম খাবার এটি।
তবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রাণী অধিকার নিয়ে অনেকেই সরব হওয়ায় কমে এসেছে কুকুরের মাংস খাওয়ার প্রবণতা। এছাড়া একে পোষা প্রাণী হিসেবে পালতে শুরু করেছেন অনেক কোরিয়ান।
এবার আইন করে একবারেই কুকুরের হত্যা নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া সরকার। সংসদে কুকুরের মাংস বিক্রি রোধে পাস হয়েছে নতুন আইন। যেখানে বলা হয়েছে খাওয়ার জন্য কুকুর পালন-বংশবৃদ্ধি এবং হত্যা করলে, সাজা হবে তিন বছর। এছাড়া গুণতে হবে ২২ হাজার ৮শ ডলার জরিমানা।
নতুন এই আইন বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে কুকুর হত্যা বন্ধ, মাংস বিক্রি এবং খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করতে চায় দক্ষিণ কোরিয়া সরকার। আর সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িতদের ভর্তুকি দেয়ার কথাও জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে কুকুর পালন করে সাড়ে ১০ লাখেরও বেশি মানুষ। আর খামার রয়েছে ৩ হাজার ৫শটি। এসব খামার থেকে ৩ হাজারেরও বেশি রেস্তোরাঁয় সরবরাহ করা হয় কুকুরের মাংস দিয়ে তৈরি খাবার।