সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদির এক পোস্টের প্রতিক্রিয়ায় 'ক্লাউন', 'সন্ত্রাসী' ও ইসরাইলের 'পুতুল' বলে মন্তব্য করেছিলেন তারা।
গতকাল তিন উপমন্ত্রীর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, এসব মন্তব্যের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব মন্তব্য ব্যক্তিগত। তাদের বক্তব্য সরকারের প্রতিনিধিত্ব করে না। বরখাস্ত তিন উপমন্ত্রী হলেন মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ।