দেশে এখন
এখন ভোট
0

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে : আইজিপি

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার (৭ জানুয়ারি) দুপুর বারোটার দিকে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, ভোটকেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি রয়েছে।

আবদুল্লাহ্ আল মামুন জানান, 'দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।'

শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে যার যার ভোটাধিকার প্রয়োগ করছেন উল্লেখ করে আইজিপি বলেন, 'ভোট প্রদান করা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা দিবে এবং নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নির্বাচন-পূর্ব, নির্বাচন-কালীন এবং নির্বাচন-পরবর্তী তিনটি স্তরে ভাগ করেছি। পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় তৎপর আছে। যেকোন নাশকতা প্রতিরোধে আমাদের সক্ষমতা আছে।'

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটকেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি রয়েছে।' তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ভোটাররা যদি কোন অসুবিধার সম্মুখীন হন তাহলে নিকটস্থ পুলিশ এবং ৯৯৯ এ যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।