এখন ভোট
0

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ৮টায় সারাদেশে ভোটগ্রহণ শুরুর পরপরই ভোট দেন তিনি।

সকাল ৮ টায় প্রথম ভোটার হিসেবে ভোট দিতে সিটি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন ধানমন্ডির সুধা সদনের বাসিন্দা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ ও ছোট বোন শেখ রেহানা। ভোটকক্ষে প্রবেশ করে অমোচনীয় কালিসহ ভোট দেয়ার প্রক্রিয়া শেষ করে তিনি নিজের ভোটটি দেন। এরপর তার কন্যা সায়মা ওয়াজেদ নিজের ভোট দেন।

পরে ভোটকক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। বলেন, অনেক বাধার পরেও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির হরতালের আহ্বানে জনগণ সাড়া দেয়নি বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

এসময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'এই ভোটের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। অনেক জেল-জুলুমের শিকার হয়েছি। তারপরেও মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিক, কিন্তু নির্বাচন যেন সুষ্ঠু হয়।'

বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে দেশ এগিয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো।'

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিদেশিদের পরোয়া করেনা তার সরকার।

ধানমন্ডি ১ থেকে ৫ নম্বর সড়কের বাসিন্দাদের ভোটকেন্দ্র পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। প্রধানমন্ত্রীর বাসভবন সুধাসদনও ধানমন্ডির ৫ নম্বরে। যার ফলে তিনি এ কেন্দ্রে ভোট দেন।

সকাল থেকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর