সাধারণত ভোটের আগের দিন রাতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। কিন্তু এবারই নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ব্যালট পেপার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে দুর্গম এলাকার ভোটকেন্দ্রে আগের দিনে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।
এদিকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম দেশের সব ভোটকেন্দ্রে শনিবার (৬ জানুয়ারি) পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে সব ধরনের নাশকতা মোকাবিলায় ডগ স্কোয়াড, টহল টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।
আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবার সব আসনেই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
এরই মধ্যে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ জন। এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন।
সারাদেশে মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এসব কেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি।
এবারের নির্বাচনে ১৯৭০ জন প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন দেশের ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।