আরব সাগরে অপহৃত হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি লিলা নরফোক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সোমালিয়া থেকে ৪৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থানের সময় ছিনতাইয়ের চেষ্টা করা হয় জাহাজটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে যাওয়ার পথে পাঁচ থেকে ছয়জন সশস্ত্র ব্যক্তি জাহাজটিতে জোর করে উঠে যায়।
খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর একটি রণতরী ২৪ ঘণ্টা পেরোনোর আগেই শুক্রবার (৫ জানুয়ারি) আকরিক লোহাবাহী জাহাজটির পথ রোধ করে। ১৫ ভারতীয়সহ ২১ নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। তবে জাহাজে কোনো জলদস্যুর খোঁজ মেলেনি। গেলো ডিসেম্বর মাসে ভারত মহাসাগরের বিভিন্ন এলাকায় কমপক্ষে তিনটি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।