শাকিব খানের সিনেমা: দরদ, রাজকুমার, তুফান
বছরের শুরু থেকেই বরাবরের মতো আলোচনার শীর্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। আলোচনায় বলিউড নায়িকা সোনাল চৌহানের বিপরীতে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ'। সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।
তার অভিনীত বাকি দু'টি সিনেমা 'রাজকুমার' ও 'তুফান' মুক্তি পাবে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায়। হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের চরকি ও আলফা আই স্টুডিওজের প্রযোজনায়।
শাকিব খান ও জাহারা মিতু অভিনীত, বদিউল আলম খোকন পরিচালিত 'আগুন' চলচ্চিত্রটিও প্রেক্ষাগৃহে এ বছর মুক্তির গুঞ্জন শোনা যায়।
পেয়ারার সুবাস
নতুন বছরের আলোচনায় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা 'পেয়ারার সুবাস'। এছাড়াও জয়া অভিনীত প্রথম ইরানি সিনেমা 'ফেরেশত' মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি তৈরি করেছেন নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
নাকফুল, লিপস্টিক
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি অভিনীত ২টি সিনেমা বছরের প্রথমদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে। এরমধ্যে আলোক হাসান পরিচালিত 'নাকফুল'-এ তার বিপরীতে আছেন আদর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত আরেকটি সিনেমা 'লিপস্টিক' মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
কাজলরেখা
পরান-দামাল সিনেমার আলোচিত অভিনেতা শরীফুল রাজের ভালবাসা দিবসে মুক্তির অপেক্ষায় আছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা'। জীবন ঘনিষ্ঠ এ চলচ্চিত্রে রয়েছে ময়মনসিংহের প্রাচীন পালাগানের সংকলন মৈমনসিংহ গীতিকা।
ওমর, দেয়ালের দেশ
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত দ্বিতীয় সিনেমা 'ওমর' ঈদুল ফিতরে মুক্তি পাবে। শরিফুল রাজ অভিনীত তৃতীয় সিনেমা 'দেয়ালের দেশ' মুক্তি পাবে এ বছরেই। এতে রাজের বিপরীতে থাকবেন চিত্রনায়িকা শবনম বুবলি।
অপারেশন জ্যাকপট
মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সফল গেরিলা অভিযানের বীরত্বগাঁথা নিয়ে 'অপারেশন জ্যাকপট' শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২১ কোটি টাকা বাজেটের তারকাবহুল ছবিটির পরিচালনায় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং ভারতীয় পরিচালক রাজিব কুমার। এটিও মুক্তি পাবে এ বছর।
রঙ্গনা
ঢাকাই সিনেমার ব্যবসা-সফল চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ বিরতির পর নতুন বছরে 'রঙ্গনা' দিয়ে আসছেন ক্যামেরার সামনে। এরইমধ্যে সিনামের পোস্টার প্রকাশিত হয়েছে। আরাফাত হোসেন পরিচালিত হৃদয়ের রক্তক্ষরনের গল্পের ফার্স্ট লুকে ভিন্ন তিন লুকে দেখা দিয়েছেন শাবনূর।
অসময়
এদিকে নাটকপাড়ায় আলোচিত পরিচালক কাজল আরেফিন অমি বছরের শুরুতে দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম 'অসময়'।
বলার অপেক্ষা নেই নতুন বছরের ঢালিউড সিনেমা বেগ পেতে যাচ্ছে নতুন এক উচ্চতায়।