ঈদে পরিবার নিয়ে হলগুলোতে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা

সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

ঈদ বিনোদনের অন্যতম মাধ্যম বাংলা সিনেমা। বাড়তি দর্শক ধরতেই কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা কার্যত ঈদমুখী। এই ঈদে মুক্তি পেয়েছে ৬টি নতুন সিনেমা। পরিবার নিয়ে হলগুলোতে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। প্রিয় নায়কের সিনেমার অনুকরণে সেজেছেন অনেকেই।

তরুণ নির্মাতাদের হাত ধরে ঈদে সিনেমা হলগুলো হাউজফুল, মুখরিত বিনোদনপ্রেমীদের পদচারণায়।

ঈদ আনন্দ উদযাপনে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন সিনেমা দেখতে। এই যেমন ২৫ সদস্যের পরিবার এসেছেন মালিবাগ থেকে; জংলী সিনেমা দেখতে। তাদের পোশাক-পরিচ্ছেদেও প্রিয় নায়কের সিনেমার প্রভাব। জানালেন বিনোদনে তাদের অন্যতম পছন্দ বাংলা সিনেমা দেখা।

ভক্তদের একজন বলেন, ‘ভালো লাগছে সিয়ামের সাথে দেখা হবে। সিয়ামের মুভি দেখবো আজকে।’

আরেকজন বলেন, ‘আমরা প্রায় ২৫ জন পরিবারের সদস্যরা এসেছি। প্রত্যেক ঈদেই আসি আমরা। আজকে জংলি দিয়ে শুরু করছি।’

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। যার মধ্যে দর্শক আগ্রহে এগিয়ে রয়েছে শাকিব খানের বরবাদ। তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমায় সাথে শাকিবের আরেকটি সিনেমা অন্তরাত্মা মুক্তি পেল শুটিং এর চার বছর পর। শাকিব ভক্তদের ঈদের আনন্দ তাই দ্বিগুণ।

ভক্তদের আরেকজন বলেন, ‘বাংলাদেশের সিনেমা ঠিকে আছে সাকিব খানের জন্য।’

দর্শক টানার দৌঁড়ে আছে আফরান নিশোর দাগি। এই সিনেমা নিয়ে বড় পর্দায় আবারো ফিরলেন শিহাব শাহীন। আরেক তারকা সিয়াম আহমেদের জংলি, আব্দুর নুর সজলের জিন ৩, মোশাররফ করিমের চক্কর ৩০২ দেখতে হলে আসছেন সিনেমাপ্রেমীরা।

অভিনয়শিল্পী সিয়াম আহমেদ বলেন, ‘যার ছবিই দেখুক না কেন খেয়াল করে দেখবেন যে যেই ৫ থেকে ৬ টা সিনেমা দেখছে বাংলা সিনেমায় দেখছে তারা। এইটা কিন্তু একদিনে হয়নি। এইটা সবার সম্মলিত প্রচেষ্ঠার ফল।’

পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘যখন আমাদের কাছে একটা স্ক্রিনশর্ট আসলো যে টিকেট সোল্ড আউট তখন অনুভূতি আমাদের ভালো হওয়ার কথা। আমরা সিনেমা বানাই তো দর্শকের জন্য।’

বাড়তি দর্শক ধরতেই কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা মূলত ঈদমুখী। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে নেই আগামী ৩ দিনের কোনো টিকিট। দূর দুরান্ত থেকে এসে আশাহত হয়েই বাড়ি ফিরছেন অনেকেই।

ইএ