সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
নির্বাচন উপলক্ষে প্রধান রাজনৈতিক দলের নেতারা বিটিভিতে ভাষণ দেয়ার সুযোগ পান। সে হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ভাষণ দেবেন।
জানা গেছে, দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া অন্য রাজনৈতিক দলের নেতারাও বিটিভিতে ভাষণ দিবেন।
এদিকে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘১১টি দেশের ৮০ জন পর্যবেক্ষক নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আসবেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী এসেছেন।’
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোন প্রকার হস্তক্ষেপ করা হবে না। নির্বাচন কমিশনকে যথাযথ আইন প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন কমিশন যথাযথ আইন প্রয়োগ করলেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। বিএনপি-জামায়াত ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে, তাদের নাশকতার কর্মসূচি জনগণের কাছে এখন অগ্রাহ্য বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি নাশকতা থেকে সরে এসেছে একথা বিশ্বাসযোগ্য নয় দাবি করে তিনি বলেন, তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। নির্বাচনে ভোটার উপস্থিতি থাকবে না এটা ভেবে থাকলে তারা স্বপ্ন দেখছে।





