একসময় বাংলাদেশি পর্যটকে এই মার্কেট মুখর থাকলেও সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের ওপরই তাদের ব্যবসা নির্ভরশীল। তবে ২০১৯ সালের পর থেকে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বেচাকেনায় ভাটা পড়েছে।
এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রভাব কলকাতার নিউমার্কেটে পড়েছে। স্বাভাবিক সময়ে যখন বিদেশি পর্যটকে দক্ষিণ এশিয়ার নামকরা এই মার্কেট মুখর থাকতো, সেখানে এখন শুধুই ব্যবসায়ীদের হতাশা।
এক ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের কারণে মার্কেটে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। আর ক্রেতা না থাকায় বেচাকেনাও অনেক কমে গেছে।’
নির্বাচন ছাড়াও ব্যবসায় মন্দার আরও বেশকিছু কারণ তুলে ধরেছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাস্তা দখল করে বেচাকেনা করছেন হকাররা। ভিড়ের কারণে মার্কেটের ভেতরে ক্রেতারা আসতে চান না। এছাড়া গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকাও ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। এতে করে মার্কেটের প্রায় ৪ থেকে ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কলকাতার নিউমার্কেট
বাংলাদেশের নির্বাচন শেষে আবারও কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।