এশিয়া
বিদেশে এখন
0

বাংলাদেশের নির্বাচনের প্রভাব কলকাতার নিউমার্কেটে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটে স্বল্পমূল্যে মানসম্পন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর এ কারণে অনেক বাঙালির পছন্দের তালিকায় রয়েছে এই মার্কেট।

একসময় বাংলাদেশি পর্যটকে এই মার্কেট মুখর থাকলেও সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি পর্যটকদের ওপরই তাদের ব্যবসা নির্ভরশীল। তবে ২০১৯ সালের পর থেকে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বেচাকেনায় ভাটা পড়েছে।

এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রভাব কলকাতার নিউমার্কেটে পড়েছে। স্বাভাবিক সময়ে যখন বিদেশি পর্যটকে দক্ষিণ এশিয়ার নামকরা এই মার্কেট মুখর থাকতো, সেখানে এখন শুধুই ব্যবসায়ীদের হতাশা।

এক ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের কারণে মার্কেটে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। আর ক্রেতা না থাকায় বেচাকেনাও অনেক কমে গেছে।’

নির্বাচন ছাড়াও ব্যবসায় মন্দার আরও বেশকিছু কারণ তুলে ধরেছেন সেখানকার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাস্তা দখল করে বেচাকেনা করছেন হকাররা। ভিড়ের কারণে মার্কেটের ভেতরে ক্রেতারা আসতে চান না। এছাড়া গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকাও ক্রেতা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। এতে করে মার্কেটের প্রায় ৪ থেকে ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কলকাতার নিউমার্কেট

বাংলাদেশের নির্বাচন শেষে আবারও কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

এই সম্পর্কিত অন্যান্য খবর
দেশ পুনর্গঠনে দেশবাসীকে ঐক্যবব্ধের আহ্বান লেবানিজ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত

নির্মাণের দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দরের কার্যক্রম

পার্থে যশস্বী জয়স্বাল ও বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সংলাপ করছে সংস্কার কমিশন’

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে চালকের আসনে ভারত

কোনোমতে দলীয় সেঞ্চুরি অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত

ন্যূনতম সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে: অধ্যাপক মিয়া গোলাম

পার্থ টেস্টের প্রথম দিনে ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে অজিরা

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

'সাবেক তিন নির্বাচন কমিশনের নির্বাচনী অপরাধ পর্যালোচনা করা হচ্ছে'

কাল বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত