সোমবার (১ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটদের আইনবিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, 'যেকোন মূল্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে হবে। কেউ যদি ভোট দিতে ভোটারদের বাধা দেয়া হয় তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।'
তিনি আরও বলেন, 'দীর্ঘস্থায়ী গণতন্ত্র ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্রে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের গনতন্ত্র এখনও নিরবিচ্ছিন্ন। কারণ আমাদের এখানে ১০০ বা ২০০ বছর চর্চা হয়ে গণতন্ত্র আসেনি।'
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনে উত্তাপ হবে। কিছু সহিংসতা হতে পারে, এগুলো খুব বেশি ক্ষতি করে না। কিন্তু অসহনীয় সহিংসতাগুলো প্রতিরোধ করতে হবে।'





