এখন মাঠে
0

এবার হেরেই বসলো আবাহনী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা রহমতগঞ্জের সঙ্গে ড্র দিয়ে শুরু করেছিল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। তবে দ্বিতীয় ম্যাচে এসে আর পয়েন্ট ভাগাভাগিও নয়, একেবারে হেরেই বসলো ঘরোয়া ফুটবলের সফলতম দলটি। ফর্টিসের কাছে হেরে পয়েন্ট টেবিলের আরো তলানীতে নামলো তারা। দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

রাজশাহী জেলা স্টেডিয়ামে শুরু থেকেই বিশৃঙ্খল ফুটবল খেলতে থাকে আবাহনী। তারই সুযোগ নেয় ফর্টিস। ৩৭ মিনিটে দলটির ইউক্রেনিয়ান মিডফিল্ডার ভেলেরি গ্রিশ্যানের গোলে এগিয়ে যায় দলটি। শেষপর্যন্ত এই গোলটিই হয়ে উঠে ম্যাচের ফলাফল নির্ধারক। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।

আবাহনী হারলেও টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা কিংস। এদিন তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

কিংস এ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বসুন্ধরার কিংসরা। তারই ফল হিসেবে মাত্র ২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন। ১০ মিনিটের মাথায় গোলটি শোধ করেন চট্টগ্রাম আবাহনীর আজিজ। ম্যাচে ফেরে ১-১ সমতা। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি চট্টগ্রামের দলটি। ২৯ মিনিটে রাকিব হোসেনের গোলে আবারো লিড নেয় বসুন্ধরা কিংস। ৪০ মিনিটে দোরিয়েলতনের ২য় গোলে কিংসের লিড দাঁড়ায় ৩-১। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে দলটি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে রবিনহোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কিংসের।

দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এসএসএস