নিউক্যাসলের ঘরের মাঠে সেইন্ট জেমস পার্কে ম্যাচের ১৯ মিনিটেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এ আর্জেন্টাইনের গোলের পর ম্যাচে ফিরতে মরিয়া নিউক্যাসল একেরপর এক আক্রমণ করতে থাকে। কিন্তু এদিন বাধা হয়ে দাঁড়ান ভিলা গোলকিপার এমি মার্টিনেজ।
আরও পড়ুন:
ম্যাচের শেষদিকে ওলি ওয়াটকিনসের গোলে অ্যাস্টন ভিলার জয় নিশ্চিত হয়। লিগের আরেক ম্যাচে ২৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ মিনিটে ব্রায়ান এমবেউমোর গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই ডরগুর গোলে লিড নেয় ইউয়াইটেড। ৮৪ মিনিটে মেরিনোর গোলে সমতায় ফেরে আর্সেনাল। তবে মিনিট তিনেক পর স্কোরশিটে নাম তুলে গানারদের হার নিশ্চিত করেন ম্যাথিয়াস কুনহা।





