প্রিমিয়ার লিগ: ভিন্ন ম্যাচে লিভারপুল-ম্যানচেস্টার সিটির ড্র

ম্যান সিটির ফুটবলাররা
ম্যান সিটির ফুটবলাররা | ছবি: সংগৃহীত
0

প্রিমিয়ার লিগে গতকাল (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) রাতে মাঠে নেমেছিল লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো। আলাদা আলাদা ম্যাচে ড্র করে হোঁচট খেয়েছে দুই জায়ান্টই। এছাড়া রাতের বাকি দুই ম্যাচেও ড্র করেছে অন্যান্য দল।

শেষ সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ঘরের মাঠে খেলতে নেমেছিল লিভারপুল। লিডসের বিপক্ষে আক্রমণ-প্রতি আক্রমণে ভরা ম্যাচে গোলের দেখা পায়নি আর্নে স্লটের দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। মৌসুমে প্রথম দেখাতেও ড্র করেছিল লিডস ও লিভারপুল।

আরও পড়ুন:

অন্যদিকে সান্দারল্যান্ডের ঘরের মাঠ স্টেডিয়াম অফ লাইটে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচেও গোলের দেখা পায়নি কোনো দল। ড্র করে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটিজেনরা।

রাতের বাকি দুই ম্যাচের মাঝে ব্রেন্টফোর্ড-টটেনহ্যামের ম্যাচটি গোলশূন্য ও ক্রিস্টাল প্যালেস-ফুলহামের মধ্যকার ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়।

এফএস