0

শহরের পাশাপাশি গ্রামেও জমজমাট ভোটের মাঠ

ছুটির দিনে নির্বাচনী প্রচারণার জোয়ার সারাদেশে। নগরীর পাশাপাশি প্রচারের উত্তাপ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামে। জুমার নামাজের আগে-পরে জনসংযোগ করেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দেন নানা প্রতিশ্রুতি।

নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটার টানার চেষ্টা করছেন প্রার্থীদের। স্লোগান, গণসংযোগে মুখর শহর থেকে গ্রামগঞ্জ। জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ছুটির দিনে লিফলেট বিতরণ ও মাইকিংয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা।

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় প্রচারণায় সরগরম সড়ক, হাট বাজার। এ আসনে নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিকেলে কর্ণফুলীর চরলক্ষ্যায় নির্বাচনী জনসভা করেন তিনি। দেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লায় ভিন্নমাত্রা যোগ করে প্রার্থী-ভোটারের গণসংযোগ। স্বজনদের সাথে নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে প্রচারণায় অংশ নেন নারীরাও। প্রতিশ্রুতি দেন স্মার্ট এলাকা গড়ে তোলার।

দুপুরের পর নির্বাচনী জনসভায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নৌকার প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

সকাল থেকেই নিজ এলাকা সিলেট-১ আসনে প্রচারণায় ব্যস্ত সময় কাটান নৌকার প্রার্থী। এছাড়াও প্রবাসী অধ্যুষিত সিলেট-২ আসনেও চলে মিছিল আর লিফলেট বিতরণ। দেশের অন্য অঞ্চলের তুলনায় পিছিয়ে থাকা এই জনপদকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।

ছুটির দিনে নড়াইল সদরের বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন মাশরাফী বিন মোর্ত্তজা। এসময় আবার নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ করে দেয়ার আহ্বান জানান সাবেক এই তারকা ক্রিকেটার।

আর বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিবের প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয় প্রীতিম্যাচ। অংশ নেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্বপ্নের ক্রিকেটারদের একনজর দেখতে শহরের নোমানী ময়দানে ছিল হাজারো দর্শকের সমাগম।

এদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখাসহ পাহাড়ের উন্নয়ন অব্যাহত রাখতে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন রাঙামাটি আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।

নির্বাচনে জয়ী হতে ফরিদপুর-৩ আসনের দিন-রাত ব্যস্ত দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও। জেলা শিল্পকলা একাডেমিতে সকালে মতবিনিময়ে অংশ নেন কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ।