দেশে এখন
এখন ভোট
0

বরিশালবাসীর কষ্ট থাকবে না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক সময়ের শস্য ভাণ্ডার খ্যাত বরিশালের সুনাম ফিরিয়ে আনতে চাই। আর ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত ৬ লেনের সড়ক হবে। বরিশালবাসীর কোন কষ্ট থাকবে না।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বরিশালে গ্যাস সংযোগসহ খাদ্য সংরক্ষণাগার ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

বরিশাল বিভাগ অন্ধকারে ছিলো, আওয়ামী লীগ এসে আলো জ্বালিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত দেড় দশকে অবহেলিত এ জনপদ বদলে গেছে। দক্ষিণের জনপদে ব্রডব্যান্ড সহজলভ্য করতে তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ কুয়াকাটা দিয়ে আনা হবে।’

সমবেত জনতার কাছে নৌকা, ১৪ দল ও মহাজোটের প্রার্থীদের জন্য ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসী বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচন বানচাল করতে চায়। যারা মানুষ পোড়ায় তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।’

লুটেরা ও সন্ত্রাসীরা কখনও দেশের উন্নতি করতে পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে শুধু আওয়ামী লীগই এগিয়ে নিতে পারে।’

এসময় ভোটারদের ৭ জানুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।