আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে মাউন্ট মঙ্গানুইয়ে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে দলে ছিলেন না লিটন দাস। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছিল শামীম হোসেন। মাঠে ১১ ওভার খেলা গড়ায়, এরপরই শুরু হয় বৃষ্টি। পরে বৃষ্টি কমার কোন সম্ভাবনা না দেখে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।
এর আগে দুই উইকেট হারিয়ে ৭২ রান তোলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেয় তানজীম সাকিব ও শরীফুল ইসলাম।
এতে করে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের আশাটা দীর্ঘ হলো বাংলাদেশের।





