বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস থেকে তৃতীয়বারের মতো ভার্চ্যুয়ালি জনসভায় যোগ দেন দলীয় সভাপতি। জামালপুর, বান্দরবান, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও চাঁদপুর - এই ৬ জেলা বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি জনসভা করেন তিনি। এসময় শেখ হাসিনা বলেন, বিএনপি সবসময়ই নির্বাচন বানচাল করতে চায়।
অপেক্ষারত জনতার উদ্দেশ্যে বক্তব্যে তিনি তাঁর সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগের ইশতেহারের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নশীল দেশের ধারাবাহিকতায় উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে।
আগামী নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানও জানান শেখ হাসিনা।
ভার্চ্যুয়ালি বক্তব্য শেষে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেয়া আসনগুলোর প্রার্থীদের সাথে কথা বলেন। এসময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রত্যাশা পূরণ করার অঙ্গীকার করেন প্রার্থীরা।