নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়

0

ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৩৪ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

ফরম্যাট বদলালেও, ওয়ানডে জয়ের মাঠটাতে এদিনও টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই কিউই ওপেনারের স্পিন দুর্বলতার কথা মাথায় রেখে পেইস উইকেটে নাজমুল শান্ত বল তুলে দেন স্পিনার শেখ মেহেদির হাতে। প্রথম ওভারেই সেইফার্টকে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন মেহেদি।

বছরের সেরা টাইগার বোলার শরিফুল আসেন পরের ওভারে। সুইং আর গতিতে বিভ্রান্ত করে পরপর দুই বলে ফেরান ফিন অ্যালেন আর গ্লেন ফিলিপসকে।

নতুন বলে শেখ মেহেদি আরও একবার আঘাত হানেন। তুলে নেন বিপদজনক ড্যারিল মিচেলকে।

মেহেদি-শরিফুলের সঙ্গে উইকেট শিকারের উৎসবে যোগ দেন মুস্তাফিজ-রিশাদ-অভিষিক্ত তানজিম সাকিবও। কিন্তু মাঝে জিমি নিশামের ৪৮ কিউইদের এনে দেয় লড়াইয়ের পুঁজি।

যদিও শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হয়ে লক্ষ্যটাকে নজরের বাইরে যেতে দেননি ব্যাটাররা। আক্রমনাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন রনি-শান্ত-সৌম্যরা। তাদের ছোট কিন্তু ঝোড়ো ইনিংসগুলো দলকে রেখেছে জয়ের পথে।

লিটনের ধীরস্থির অনবদ্য ৪২ আর মেহেদির ১৯ রানে, সহজেই সেই পথ মাড়িয়ে যায় লাল-সবুজের দল। বল হাতে ২ উইকেট আর ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছাড়া মেহেদি হাসানের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।