ক্রিকেট মাঠে তিনি যেমন সারাদেশের সমর্থন পেয়েছেন রাজনীতিতেও পুরো মাগুরার মানুষের সমর্থন পাবেন বলে জানান।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুপ্রভাত বাংলাদেশ মাগুরা নামে একটি ব্যায়ামের সংগঠনের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সাকিব। সেখানে প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী এই ক্রিকেটার।
পরে তিনি শহরের ভায়নার মোড়, রাঘব দাইড়সহ নির্বাচনী গণসংযোগ করেন। বেলা ১১টায় তার প্রধান নির্বাচনী অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বিএনপিসহ বিরোধী দলের সমর্থকরাও তাকে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।