ক্রিকেট
এখন মাঠে
0

ফিলিস্তিনে গণহত্যার 'অভিনব' প্রতিবাদ খাজা'র

জুতায় দুই সন্তানের নাম লিখলেন অজি ওপেনার

গাজায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার পরও সেখানে হামলা বন্ধ করছে না ইসরাইল। আর এই নারকীয়তার প্রতিবাদে সামিল অজি ওপেনার ওসমান খাজা। পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন তিনি। এজন্য যুদ্ধবিরোধী ও মানবাধিকারের স্লোগান সম্বলিত জুতা পড়ে পার্থ টেস্টের আগে অনুশীলনও করেছেন। সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম টেস্ট স্লোগান সম্বলিত জুতা পড়েই খেলবেন। কিন্তু আইসিসির অনুমতি না মেলায় তা সম্ভব হয়নি।

তবে থেমে যাননি ওসমান খাজা। পার্থ টেস্টে মাঠে নেমেছেন কালো ব্যান্ড পড়ে। যার কারণে শুনতে হয়েছে আইসিসির তিরস্কারও। তবে, তিনি পাশে পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে ক্যারিবীয় তারকা মাইকেল হোল্ডিংকে। এরপর মেলবোর্ন টেস্টেও জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছেন। এবারও বাধার মুখে পড়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। একাধিকবার আইসিসি'র বাধায় ওসমান খাজা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ থেকে সরে যাবেন কিনা, তা দেখতেই বক্সিং ডে টেস্টে চোখ ছিল ক্রিকেটপ্রেমীদের।

আইসিসির তিরস্কারের পরেও ক্ষান্ত হন নি খাজা। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে এক অভিনব প্রতিবাদ করতে দেখা গেছে অজি ব্যাটারকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে জুতায় দুই সন্তানের নাম লিখে মাঠে নেমেছেন তিনি। পার্থ টেস্টের পর খাজা জানিয়েছিলেন, ফিলিস্তিনে নিরপরাধে যেসব শিশু মারা যাচ্ছে, তাদের মাঝে নিজের মেয়েদের কল্পনা করেন তিনি। অর্থাৎ জুতায় দুই সন্তানের নাম লিখে গাজায় শিশু হত্যার প্রতিবাদই করলেন তিনি। এমন দিনে নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি এই ওপেনার। ৪২ রান করে উইকেট দিয়েছেন হাসান আলীকে। ফিফটি কিংবা সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও ওসমান খাজা যেভাবে গণহত্যার প্রতিবাদ করলেন, বলা যেতে পারে ঘটনাটি ম্যাচের প্রথম দিনের সব আলো কেড়ে নিয়েছে।

এসএসএস