এখন ভোট
0

জিগাতলায় গণসংযোগে ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার ও গণসংযোগে সরগরম ঢাকার বিভিন্ন আসন।

নির্বাচনী প্রচারের নবম দিনে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন জিগাতলা এলাকায়।

এসময় এ এলাকার বিভিন্ন অলিগলি, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ৭ জানুয়ারি ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফেরদৌস আরও বলেন, 'নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। নির্বাচিত হলে এলাকার নাগরিক সমস্যা, সংকট দূর করা হবে।'