ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএলের আদলে হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ

আইপিএলের আদলে ভারতের বিভিন্ন রাজ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ চললেও তা শুধুমাত্র পুরুষ ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ ছিলো।

এবার ভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিএবি। তারাও ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করবে। তবে সেখানে পুরুষদের পাশাপাশি থাকবে নারীদের ক্রিকেটও। এই লিগের নাম হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে লিগে ছেলেদের দল থাকবে ৮টি। আর মেয়েদের দল হবে ছয়টি। পরে অবশ্য নারীদের দল বাড়ানো হতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, বেঙ্গল প্রিমিয়ার লিগ চালুর নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

জানা গেছে, লিগটিতে দল কিনতে ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস।

আইপিএলের কোনো দল রাজ্য লিগে অংশ নিতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। তবে নিয়ম আছে, যে রাজ্যের দল শুধুমাত্র সে রাজ্যের কোচ এবং ক্রিকেটাররাই লিগে অংশ নিতে পারবেন। অর্থাৎ , চাইলেই বেঙ্গল প্রিমিয়ার লিগে রোহিত শর্মা বা বিরাট কোহলিকে এনে খেলানো যাবে না।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, প্রথমবারের আসরে থাকছে না কোনো নিলাম। তবে থাকছে আইকন ক্রিকেটার। যেভাবে কিনা শুরুর আইপিএলে সৌরভ কলকাতায়, শচীন মুম্বাইয়ে , দ্রাবিড় ছিলেন ব্যাঙ্গালুরুতে। বেঙ্গল প্রিমিয়ার লিগে মূলত রাজ্যের সেরা ক্রিকেটারদের মধ্যে থেকে বাছাই করা হবে আইকন ক্রিকেটারের তালিকা।

জানা গেছে, প্রতিটি ক্রিকেটারদের জন্য বেঁধে দেয়া হবে নির্দিষ্ট একটি মূল্য। আর ড্রাফটের মাধ্যমে দলগুলো কিনবে সেই ক্রিকেটারদের। তাছাড়া প্রতিভা বের করে আনার জন্য প্রতিটি দলের জন্য অনূর্ধ্ব-১৯ দলের একজন ক্রিকেটার কেনা বাধ্যতামূলক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের জুনে শুরু হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ।