প্রিমিয়ার লিগ: নিউক্যাসলের বিপক্ষে ম্যানচেস্টারের হার, ভিন্ন ম্যাচে নটিংহ্যামের জয়

নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লোগো
নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির লোগো | ছবি: সংগৃহীত
0

রোমাঞ্চকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। আরেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম।

ম্যাচে ডেডলক ভাঙে ৬৩তম মিনিটে। বক্সের বাইরে থেকে জোরাল শটে নিউক্যাসলকে এগিয়ে নেন বার্নস। ৬৮ মিনিটে দিয়াসের শট বক্সে প্রতিপক্ষের পায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। তবে ৭০ মিনিটে আবার গোল খায় সিটি। কাছ থেকে ব্রুনো গিমারাইসের হেড ক্রসবারে লাগার পর শটে বল জালে পাঠান বার্নস।

আরও পড়ুন:

অ্যানফিল্ডে ৩২ মিনিটে প্রথম কর্নার পায় নটিংহ্যাম। কর্নার থেকে সতীর্থের পাসে জোরাল শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মুরিলো। বিরতির আগের পাঁচ মিনিটে ম্যাক আলিস্টার হেড ও মোহামেদ সালাহর শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে, পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪২ সেকেন্ডের মধ্যে আবারও গোল হজম করে তারা। বাঁ দিক দিয়ে শাণানো আক্রমণে সতীর্থের কাটব্যাক পেয়ে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইতালিয়ান ডিফেন্ডার সাভোনা। ৭৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ইংলিশ মিডফিল্ডার মর্গ্যান।

এফএস