এখন ভোট
0

নারীদের কারিগরি প্রশিক্ষণে জোর দিয়েছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী

নির্বাচনী প্রচারের সপ্তম দিনে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন রংপুর-৬ আসনের নৌকার প্রার্থী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করে নারীদের স্বাবলম্বী করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, 'এলাকার উন্নয়ন দিনে দিনে দৃশ্যমান হচ্ছে। সেকারণে এখানে আগামীতে আরও বেশি কলকারখানা স্থাপন হবে।'

বিভাগের অন্য আসনগুলোর প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। রংপুর-৬ আসনে মাঠে আছে ৭ প্রার্থী। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন।