ধর্ম
বিদেশে এখন
0

‘যুক্তরাষ্ট্রে বড়দিন ঘিরে ব্যবসা বেড়েছে ২০ শতাংশ’

বর্নিল আলোয় সেজেছে চারপাশ। দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে।

উৎসবের এই দিনকে ঘিরে ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যের মানুষ। যিশুখ্রিষ্টের জন্মদিন ঘিরে জমে উঠেছে বেচাবিক্রিও। বিক্রি হচ্ছে গৃহসজ্জার বিভিন্ন জিনিসপত্র ও উপহার সামগ্রী। কোথাও কোথাও মিলছে বিশাল মূল্য ছাড়।

বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, 'বড়দিনের অনুষঙ্গগুলোই বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে উপহার সামগ্রীর চাহিদা বেশি। ক্রেতাদের জন্য আমাদের অনেক ছাড়ও রয়েছে।'

ক্রিসমাসের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি কয়েকগুন বেড়ে যাবে বলে আশা দোকানিদের।

তারা বলেন, এই সময়টাতে বিক্রি অনেক বেড়ে যায়। সবাই পরিবার নিয়ে কেনাকাটা করতে আসে।

এদিকে ক্রিসমাসের ছুটিতে বাড়ে পর্যটকের সংখ্যা। তাই ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসা হয়ে ওঠে জমজমাট।

বাংলা ট্রাভেলের বিক্রয় কর্মী কাঞ্চন কেসি বলেন, 'প্রায় ২০ শতাংশ ব্যবসা বেড়ে গেছে। মানুষ এখন ভ্রমণে যাচ্ছে উৎসব উপলক্ষে। বাংলাদেশেও অনেকে যাচ্ছে বড়দিন উদযাপন করতে।'

বড়দিন ঘিরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ব্যবসায়ীদের অবস্থান আরো মজবুত হবে বলে আশা অভিবাসীদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর