একনজরে বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ অনুদান প্যাকেজ
বিষয়ের নাম (Category) বিস্তারিত তথ্য (Details) উদ্যোক্তা প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ (Al Habtoor Group) ঘোষণাকারী খালাফ আল হাবতুর (Khalaf Al Habtoor) বিয়েতে অনুদান "৫০,০০০ দিরহাম (প্রায় ১৬ লাখ টাকা)" সন্তান জন্মে সুবিধা অনুদান দ্বিগুণ করার ঘোষণা (বিয়ের ২ বছরের মধ্যে) মূল লক্ষ্য আমিরাতি নাগরিকদের পরিবার গঠনে সহায়তা ও সামাজিক নিরাপত্তা সূত্র খালিজ টাইমস (Khaleej Times)
আরও পড়ুন:
বিয়ের বোনাস ও সন্তান জন্মের বিশেষ উপহার (Marriage & Childbirth Bonus)
ঘোষণা অনুযায়ী, আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম (50,000 AED) প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। তবে চমক এখানেই শেষ নয়; বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতির সন্তান জন্ম নেয়, তবে অনুদানের এই পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ (Double Bonus) করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কেন এই বিশাল উদ্যোগ? (Motivation Behind the Move)
সামাজিক যোগাযোগমাধ্যমে খালাফ আল হাবতুর জানান, একটি স্থিতিশীল সমাজ ও শক্তিশালী জাতি গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। তিনি মনে করেন, কেবল সরকারের ওপর নির্ভর না করে দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠানের উচিত তরুণদের পারিবারিক জীবন শুরু করতে এগিয়ে আসা।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ (UAE Population 2025), যার মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:





