রাজনীতি
এখন ভোট
0

আবারও স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ চাইলেন শেখ হাসিনা

ঢাকা

ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভা করলো আওয়ামী লীগ

নির্বাচনী প্রচারণাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে দেশের সব প্রান্তে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরতে প্রতিদিনই যোগ দিচ্ছেন নির্বাচনী জনসভায়। বুধবার সিলেটে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যোগ দেন পঞ্চগড়, পাবনা, খাগড়াছড়ি, লালমনিরহাট নাটোর এই ৫ জেলার নির্বাচনী জনসভায়।

তবে এবার নির্বাচনী জনসভা হলো ভার্চ্যুয়ালি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঁচ জেলার সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলীয় প্রধান শেখ হাসিনা। বলেন, 'গত ১৫বছরে বদলে গেছে বাংলাদেশের চিত্র। আবারো আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।'

নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকতে হবে, কোন দল আসলো কোন দল আসলো না সেটা বিষয় নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'দেশের বাইরে বসে কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে সেটিও দেশের জনগণ মেনে নেবে না।'

নৌকা প্রতীকে ভোট চেয়ে আবারো স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ চান শেখ হাসিনা। নির্বাচনে কোনরকম সংঘাতে আওয়ামী লীগের প্রার্থী যুক্ত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানান দলীয় প্রধান।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর