এখন ভোট
0

ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৮০ জন

ছয় দিনে আপিল শুনানি হয়েছে ৫৬০ প্রার্থীর, মঞ্জুর হয়েছে ২৮০ জনের আবেদন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পেয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকরদের। তার বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদ। তবে সে আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হয়েছিলো আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন। শুনানিতে সেই সিদ্ধান্ত বহাল রাখে কমিশন।

পঙ্কজ নাথের আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ‘তারা কয়েকটি বিষয় দেখানোর চেষ্টা করেছিল। এটা কাউন্টার এফিডেফিটের মাধ্যমে দেখানোর নিয়ম থাকলেও তারা এমন কিছু নির্বাচন কমিশনে দিতে পারেনি।'

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হয়েছে ফরিদপুর ৩ আসনের নৌকার মাঝি শামীম হকের মনোনয়ন। শুনানি শেষে তাঁর মন্তব্য জানতে চাইলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।

তবে প্রার্থিতা বহাল রয়েছে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নেতা একে আজাদের।

একে আজাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘তিনি দ্বৈত নাগরিক এই বলে তারা আপিল করেছিল। কিন্তু আমাদের তরফ থেকে বলা হয় যে তিনি মার্কিন নাগরিক নন।'

ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা খুইয়েছেন কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদের। একইসঙ্গে, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর প্রার্থিতাও বাতিল হয় আপিলে।

তবে মনোনয়ন বৈতরণী পার করেছেন সদ্য বিএনপি ছেড়ে নৌকায় ওঠা শাহজাহান ওমর। কমিশনে বৈধতা না পাওয়া প্রার্থীরা শরণাপন্ন হবে উচ্চ আদালতের।

ঝালকাঠি-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী শাহজাহান ওমর বলেন, ‘মিথ্যা হলফনামা দেওয়ার অভ্যাস আমার নেই। যারা অভিযোগ তুলেছেন তারা মিথ্যাবাদী।'

সাদিক আবদুল্লাহর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘কমিশনের এই সিদ্ধান্ত কমিশন আইনের সাথে অসঙ্গতিপূর্ণ। আগামী রবিবারে এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করবো।'

৬ দিনের আপিল শুনানি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন নির্বাচন কমিশন সচিব। জানান, এবার ৫৬০টি আপিল দায়ের হয়েছে। ২৮০ প্রার্থীর আপিল আবেদন মঞ্জুর হয়েছে।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনে আসেন ঝালকাঠি ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু। তাকে ভবিষ্যতে আচরণবিধি বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নির্বাচন কমিশন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর