শিক্ষার্থী ভিসা সীমিত করছে কানাডা

0

বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ গন্তব্য কানাডা। এবার শিক্ষার্থী ভিসা হ্রাস করার দিকে ঝুঁকছে দেশটি।

আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যাংকে দেখিয়ে ভিসার আবেদন করতে হবে। যা নিয়ে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বেশি উদ্বেগ দেখা দিয়েছে।

এতে করে দেশটিতে আসতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যয় বেড়ে যাবে। যা নিয়ে নানা মহলে জোর আলোচনা চলছে। বিশেষ করে, ভারতীয় শিক্ষার্থীরা এ নিয়ে বেশি উদ্বিগ্ন। কারণ, জেনারেল ইন্স্যুরেন্স করপোরেশনের (জিআইসি) মাধ্যমে এতোদিন মাত্র ১০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৬ লাখ রুপি জমা রেখে কানাডায় যাওয়ার সুযোগ ছিলো। এখন ২০ হাজার ডলার করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লাখ রুপি।

ভারতীয় শিক্ষার্থী অশোক বৈষ্ণব বলেন, বেশিরভাগ ভারতীয় শিক্ষার্থী এই সিদ্ধান্তের কারণে বিপদে পড়বেন। কেননা মধ্যবিত্তরা এমনিতেই ধার করে বিদেশ আসেন। এবার তারা খরচ সামলাতে না পেরে কানাডার বিকল্প ভাববেন বলে মনে করেন তিনি।

শিক্ষাবিদ অধ্যাপক এম আসিউজ্জামান বলেন, ২০০০ সালের দিকে ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। ২২ বছর পর সরকার সেই টাকার পরিমাণ বাড়িয়েছে। এটি বর্তমান অর্থনীতির সঙ্গে মিল রেখেই করা হয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মূলত আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী মার্ক মিলার জানান, আবাসন সমস্যা দূর করতে তারা দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বলেছেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে পড়াশোনা আগের চেয়ে কঠিন করা হবে।

আরও পড়ুন: