৫০ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি, টোকেন নিয়ে মারামারি

0

বাজারে পেঁয়াজের চড়া দামের কারণে টিসিবি'র ট্রাকসেলে চাপ বেড়েছে। বাজারদরের প্রায় ৪ গুণ কমে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ পেয়ে খুশি ভোক্তারা।

নিম্নবিত্তদের পাশাপাশি অনেক সচ্ছল পরিবারের সদস্যরা টিসিবি’র ট্রাকসেল থেকে পেঁয়াজ কিনছেন।

টিসিবি’র ট্রাকের সামনে টোকেন নেয়ার হুড়োহুড়ি নতুন নয়। তবে রোববার (১০ ডিসেম্বর) হুড়োহুড়ি মারামারিতে রূপ নেয়। লাইনে দাঁড়াতে ভোক্তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পেঁয়াজের বাজারে যখন আগুন, তখন বিক্রি শুরুর আগেই টিসিবি’র লাইনে বহু মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। সময়ের সাথে সেই লাইন আরও দীর্ঘ হয়। এদিন স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও টিসিবি’র স্বল্পমূল্যের পেঁয়াজ কিনেছেন। তারা বলছেন, ‘বাধ্য হয়ে টিসিবির লাইনে এসে দাঁড়িয়েছেন।”

প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় দরে বিক্রি হচ্ছে, একজন সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত কিনতে পারছেন। ভোক্তারা জানান, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত পণ্য ও টোকেন সংখ্যা বাড়ানো হোক।

ট্রাকসেল কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলেন, প্রতি ট্রাকে ৩০০ জন মানুষের পণ্য বিক্রি করা হচ্ছে।

৬৪০ টাকার টোকেন প্যাকেজে পেঁয়াজ ছাড়াও ২ কেজি সয়াবিন তেল, ৪ কেজি আলু ও ২ কেজি মসুরের ডাল পাওয়া যাচ্ছে।