সকাল ১০ টা থেকে নির্বাচন কমিশন ভবনে শুরু হয়েছে আপিল আবেদনের শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে পুরো কমিশন আপিল শুনানিতে অংশ নিয়েছেন।
আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের বিকল্পধারার প্রার্থী মাহি বি চৌধুরী। জাপা মহাসচিবের আসনে কিশোরগঞ্জ-৩ এ আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৫৬১টি আপিল আবেদন জমা পরে। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বেশিরভাগ আপিল করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কয়েকটি আবেদন করা হয়।