প্রার্থীদের আপিল শুনানি শুরু

Shahinur Sarkar
ঢাকা
0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানি শুরু হয়েছে আজ। চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। আজ ১০০ জনের আপিল শুনানি নিবে কমিশন।

সকাল ১০ টা থেকে নির্বাচন কমিশন ভবনে শুরু হয়েছে আপিল আবেদনের শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে পুরো কমিশন আপিল শুনানিতে অংশ নিয়েছেন।

আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের বিকল্পধারার প্রার্থী মাহি বি চৌধুরী। জাপা মহাসচিবের আসনে কিশোরগঞ্জ-৩ এ আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম আওলাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বাতিল চেয়ে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৫৬১টি আপিল আবেদন জমা পরে। রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে বেশিরভাগ আপিল করা হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে কয়েকটি আবেদন করা হয়।

এসএসএস