‘বিএনপি স্বৈরাচারী হবে, এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না’

জয়নুল আবদিন ফারুক, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান
জয়নুল আবদিন ফারুক, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান | ছবি: এখন টিভি
0

বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে আদালতের আদেশ থাকার পরেও ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

বিএনপির বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র করছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জানান, বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না।

আজ (বুধবার, ২১ মে) বিকেলে রাজধানী জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব গণমাধ্যম দিবস’ উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন তিনি। জানান, গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার এটি আগে বা পরে নয় বরং একইসঙ্গে চালতে থাকবে।

ড. আবদুল মঈন খান বলেন, ‘যারা আজকে বলছে যে বিএনপি হলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, সব কল্পকাহিনি গল্প, গালগল্প দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ভোলানো যাবে না। কী কারণে ভোলানো যাবে না, তা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বিএনপি কিন্তু স্বৈরতন্ত্র করেনি, কটি উদাহরণও আপনারা দেখাতে পারবেন না।’

এর আগে সকালে একই স্থানে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুতসময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেখলাম হামিদ নাটক, আইভি গ্রেপ্তার। ঢিলা মারলো কে? উঠাই দিলো বিএনপির উপর। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কী দেশে? বিচারক তার বিচারের রায় দিয়েছে, উদাহরণ ইশরাক। এটা আমরা চাইনি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিচারক বিচার করেছে, রায় দিয়েছে কার ইঙ্গিতে? কার বলে? কার পরামর্শে। আজকে জনগণ রাস্তায়।’

আদালতের আদেশ থাকলেও ইশরাককে দায়িত্ব দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেয়ার পরও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না

এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে তারাই আবার ঘেরাও কর্মসূচি দিচ্ছে।

এসএস