ইইউ বিশ্বের প্রথম বড় শক্তি হবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করতে এই চুক্তি করতে যাচ্ছে। প্রায় ১৫ ঘণ্টা আলাপ আলোচনার পর ইইউ এর সদস্য দেশ ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা শুক্রবার এ বিষয়ে সম্মত হয়। বৃহস্পতিবারও এ নিয়ে প্রায় ২৪ ঘণ্টা বিতর্ক হয়।
সামনের দিনগুলোতে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা সমালোচনার পরই চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে বলে দু'পক্ষ সম্মত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, 'আমি বিশ্বাস করি, আজ একটি ঐতিহাসিক দিন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সচেতনতার ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকায় অবর্তীর্ণ হয়েছে ইউরোপ।'
এই চুক্তির আওতায় চ্যাট জিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোকে বাজারে আসার আগে স্বচ্ছতা মেনে চলতে হবে। যার মধ্যে আছে, প্রযুক্তিগত স্বচ্ছতা, ইইউ কপিরাইট এবং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কনটেন্টের ক্ষেত্রে এর সারসংক্ষেপ মেনে চলা।