ফুটবল
এখন মাঠে
0

মেয়েদের পুরস্কারের বিষয় এড়িয়ে গেলেন সালাউদ্দিন

শাহনুর শাকিব
ঢাকা

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলা দেখে মুগ্ধ হলেও আর্থিক পুরস্কারের বিষয়টি এড়িয়ে গেলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে, মেয়েদের আপাতত লক্ষ্য সাফে নিজেদর শিরোপা ধরে রাখার।

নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার আক্ষেপ রয়েছে নারী ফুটবলারদের। কোন আর্থিক বোনাস নয় ফুটবলারদের আপাতত চাওয়াটা নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার।

২০২৩ সালে মোটে দুটি আর্ন্তজাতিক ম্যাচ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের মেয়েদের। যেখানে কোন পাত্তাই দেয়নি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে। তবে শুধু এই জয় নিয়েই নির্ভার থাকতে চায় না সানজিদা, তহুরারা। আগামী বছর সাফের শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য।

সানজিদা জানান, 'যেহেতু আমাদের সাফ টুর্নামেন্ট সামনে, তা সামনে রেখে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয়েছে। আমাদের বোর্ডের অবিভাবকরা যেন বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেয় আমাদের।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জয়ের ব্যপারে খুব একটা শক্ত অবস্থানে ছিলো না বাংলাদেশ নারী ফুটবল দল। তবে, প্রথম ম্যাচের পর সেই ধারনা একেবারে পাল্টে যায় ফুটবল অনুরাগীদের। তাইতো দ্বিতীয় ম্যাচে সাবিনাদের জয়ের সাক্ষী হতে হাজির খোদ বাফুফে বস। খেলা দেখেও হয়েছেন মুগ্ধ।

সালাউদ্দন জানান, 'মেয়েরা ভালো খেলছে এটা বেশি গুরুত্বপূর্ণ। তাদের খেলার ধরণ সুন্দর।'

তবে, মেয়েদের এতো বড় অর্জনে আর্থিক পুরস্কারের বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান সালাউদ্দন।

বাংলাদেশের মেয়েরা তাদের এই সামর্থ ধরে রাখলে এশিয়ান ফুটবলে ভালো অবস্থানে যাওয়া সময়ের ব্যাপার।


এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর