দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের লড়াইয়ে ৩শ' সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭১৩ জন প্রার্থী।
ইসির দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২ হাজার ৭১৩ জনের মধ্যে ৭৪৭ জন অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশই স্বতন্ত্র প্রার্থী। আর নির্বাচনে আসা ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৬৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ৫টি আসনে দু'জন করে প্রার্থী দিয়েছে দলটি।
জাতীয় পার্টিও ১৮টি আসনে দু'জন করে প্রার্থী দিয়ে মোট ২৮৬ আসনে দলটির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেছেন ৩০৪ জন। এর বাইরে ১৫১ আসনে তৃণমূল বিএনপি, ২০ আসনে কল্যান পার্টি, ৯১ আসনে জাসদ, ৩৪ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ, ২০ আসনে জেপি, ১৪ আসনে বিকল্পধারা, ২১৮ আসনে জাকের পার্টি, ৫৫ আসনে বিএনএম, ১৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ৪৫ আসনে ইসলামী ঐক্যজোট এবং ৪৭ আসনে প্রার্থী দিয়েছে তরিকত ফেডারেশন।
এদিকে, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে দেশের ৬৬টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম চলবে। ঐদিনই ঘোষণা করা হবে বৈধ প্রার্থীদের নাম।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তফসিলে নির্ধারিত তারিখ অনুযায়ী ঢাকা জেলার চারটি আসনের মনোনয়ন বাছাই হবে আগামী ৪ তারিখ সকাল ১০ টা থেকে।
বাছাইয়ে মনোনয়নপত্রে দেয়া সাধারণ তথ্য, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থন যাচাই-বাছাই, ব্যাংকের ঋণখেলাপি, ফৌজাদারি মামলা, তথ্য গোপনসহ প্রার্থীর বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে কাজ শুরু হয়েছে মাঠ পর্যায়ে।





