'পেশাদার লিগের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন'

শাহনুর শাকিব
ঢাকা
0

নির্বাহী কমিটির সদস্যদের মতামত ছাড়াই যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে কাজী সালাউদ্দিনের। পেশাদার লিগ কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এমন কথা বলেছেন দেশের ফেডারেশনের অভিভাবক।

নিয়মনীতির কোনো প্রয়োজন নেই। ফেডারেশনের গুরুত্বপূর্ণ কমিটি প্রফেশনাল লিগের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কোনো সভা ছাড়াই। নিজের ইচ্ছাতেই বড় দায়িত্ব হস্তান্তর করেন কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতি বলেন, কোনোকিছুই আলোচনা করা হয়নি। আমার সময়ও আলোচনা করা হয়নি।

এদিকে ফেডারেশনের অন্যতম ব্যস্ত সহ-সভাপতি হিসেবে পরিচিত ইমরুল হাসান। বাফুফের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংসহ নির্বাহী কমিটির মিটিংয়ে সশরীরে উপস্থিত হওয়ার সুযোগ পাননা প্রায়সময়ই। এর উপর নতুন দায়িত্ব নিতে কতটা প্রস্তুত বসুন্ধরা কিংসের সভাপতি।

তবে, দায়িত্ব পেয়ে দেশের ফুটবল আন্তর্জাতিক মানের করতে নতুন পরিকল্পনার প্রতিশ্রুতি ইমরুল হাসানের। নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবো। লিগ সঠিক সময়ে শুরু করে সঠিক সময়ে শেষ করবো বলে আশা করি।

এরআগে একযুগ ধরে বাফুফের পেশাদার লিগ কমিটির দায়িত্বে ছিলেন আবদুস সালাম মুর্শেদী। ব্যক্তিগত ব্যস্ততার কারণে গেলো বছর লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন মুর্শেদী। তখন সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সভাপতি কাজী সালাউদ্দিন।

এসএস

আরও পড়ুন: