বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন প্রার্থীরা।
ঢাকা- ৮ আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এরপরই আসেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি ঢাকা-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তারা বলেন, মহাজোটের প্রার্থীদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেটাই চূড়ান্ত।
এছাড়া, ঢাকা-১২ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা- ১৫তে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-৯ থেকে সাবের হোসেন চৌধুরী, ঢাকা ৪ আসনে সানজিদা খানম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র দাখিল করেন।
ঢাকা ১৭ ও ১৮ দুটি আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী শেফিরা কাদের মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির ইস্যু দু'একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাজনীতিতে নবীন শেরিফা কাদেরের।
রাজধানীর আসনগুলোতে জাসদ ও জাকের পার্টির বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দুই দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২৬টি মনোনয়ন পত্র জমা পড়েছে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম।
এছাড়া দেশের বিভিন্ন মহানগর ও জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সারাদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
খুলনার বিভিন্ন আসনের হয়ে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ফুটবলার ও ব্যবসায়ী সালাম মুর্শেদী, এস এম কামাল হোসেন ও শেখ সালাউদ্দিন জুয়েল। বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। দুই দিনে জেলার ৬টি আসনে বিভিন্ন দলের মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।