আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বৈঠক করে ইসি।
বিমানবন্দর, হোটেলে হেল্প ডেস্ক, নিরাপত্তায় পুলিশ, স্বাস্থ্যসেবা কীভাবে দেয়া হবে তা আলোচনা হয়েছে বলে জানান কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম।
ইসি সচিব জানান, ৭ ডিসেম্বরের পর নিজ খরচে আসা পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিক এবং ১৫ ডিসেম্বরের পর কমিশনের আমন্ত্রিতদের সংখ্যা চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগ্রহ নিয়ে সন্তুষ্ট ইসি। সভায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ইতোমধ্যে ১২টি দেশ ও সংস্থার ৪৪ জন পর্যবেক্ষক আসার কথা জানিয়েছে ইসিকে। এছাড়া ৩৮ দেশ ও সংস্থাকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইসি।