মাইকে ডেকেও কোন সাড়া মিলছে না টিকিট সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ এর টিকেট ক্রেতাদের। ম্যাচ এর আগেরদিন সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে মাইকে ডেকে টিকিট বিক্রি করছে কাউন্টারগুলো।
বিক্রি শুরুর ঘন্টাখানেক পর একজন এসেছিলেন টিকিট কিনতে। কিনেছেন ৩টি টিকিট। যা বিক্রি হচ্ছে তার চাহিদার শীর্ষে গ্রীন গ্যালারির ১০০ টাকা দামের টিকিট।
টিকিট বিক্রেতারা বলছে শুধু টেস্ট হওয়ার কারণে আগ্রহ নেই দর্শকদের। আর যারা আসছেন তাদের মধ্যে স্টেডিয়াম এলাকার মানুষই বেশি।