সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজ (সোমবার,১৬ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেয়র ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ৩১ বার তোপধ্বনি দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগর পুলিশের সশস্ত্র অভিবাদন শেষে শুরু হয় পুস্পস্তবক অর্পণ।
সিলেটে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অপর্ণ। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা তারপর একে একে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রত্যাশা সকল বিভেদ ভুলে এগিয়ে যাবে বাংলাদেশ। বাস্তবায়ন হবে বিজয়ের অপূর্ণ স্বাদ।
এদিকে, বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় কুমিল্লায় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা। সকাল সাড়ে ৬টায় টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ।
খুলনার গল্লামারি স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছেন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।