সিলেট ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। মাঠ প্রস্তুত করতে কর্মীদের ব্যস্ততা, সাথে চলমান ক্রিকেটারদের অনুশীলন। আট দলের অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের আদলে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বিপিএলে থাকে বিদেশি ক্রিকেটারদের প্রাধান্য। দেশি ক্রিকেটারদের সুযোগ কম, এমন অভিযোগ অনেকদিনের। সেদিক বিবেচনায় বিসিবির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অংশ নেয়া ক্রিকেটাররা।
একজন ক্রিকেটার বলেন, 'আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এরকম একটা ডমেস্টিক টি-টোয়েন্টি ক্রিকেট হোক। এটা আমাদের জন্য খুবই ইমপর্ট্যান্ট টুর্নামেন্ট।'
অন্য একজন ক্রিকেট বলেন, 'আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।'
এনসিএল টি-টোয়েন্টি আসরের উইকেট নিয়েও আশাবাদী ক্রিকেটাররা। এছাড়া এমন টুর্নামেন্ট নিয়মিত হবে এমনটাই চাওয়া তাদের।
ক্রিকেটার বলেন, 'উইকেট দেখে মনে হচ্ছে এটা অনেক ভালো উইকেট খেলার জন্য।'
বুধবার ঢাকা ও সিলেট বিভাগের ম্যাচ দিয়ে শুরু হবে হবে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর। যার ফাইনাল হবে আগামী ২৪ ডিসেম্বর।