এখন ভোট
রাজনীতি
0

ভোটের ট্রেনে জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারও সাথে জোট করে নয় এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

আজ বুধবার (২২ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এসময় তিনি বলেন নির্বাচন কমিশন, সরকার এবং সংশ্লিষ্ট মহল সুষ্ঠু ভোটের পরিবেশের প্রতিশ্রুতি দিয়েছে, তাদের কথায় আস্থা রেখে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি।

চুন্নু আরও বলেন, 'পার্টির চেয়ারম্যানের পক্ষে আমি ঘোষণা করছি যে, জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। কোনো জোটের সঙ্গে না, আমরা ৩০০ আসনে নির্বাচন করব। অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি'।