এখন মাঠে
ক্রিকেট
এনসিএলে সেরা ক্রিকেটার নাঈম হাসান
Md Suzan
প্রকাশ:২০ নভেম্বর ২০২৩, ৪ : ৭ অপরাহ্ন
জাতীয় ক্রিকেট লিগে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্পিনার নাঈম হাসান। ৬ ম্যাচে শিকার করেছেন সর্বোচ্চ ৩৬ উইকেট। যা আর কেউই করতে পারেননি।

এবারের এনসিএলে একমাত্র হ্যাটট্রিকও করেছেন চট্টগ্রামের এই অফ স্পিনার। আসরজুড়েই চমৎকার বোলিং করেছেন নাঈম। তিনবার শিকার করেছেন ৫ উইকেট। একবার ৭৫ রান দিয়ে আউট করেন প্রতিপক্ষের ৭ ব্যাটারকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দারুণ প্রস্তুতি সেরে নিলেন নাঈম। ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া নাঈম হাসান ৮ টেস্টে এ পর্যন্ত নিয়েছেন ৩১টি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলিংয়ে অন্যতম ভরসা এ স্পিনার।

২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আরও পড়ুন:
এখন টেলিভিশন স্পাইস টেলিভিশন লিমিটেড সিটি পার্ক লেন, ১৯ হাটখোলা রোড, ওয়ারী, ঢাকা-১২০৩, বাংলাদেশ
ফোনঃ +৮৮০১৩২৪৭২০০০১
ই-মেইল: [email protected]