সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।
লাইসেন্স বাতিলের নির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস রেগুলেশেনসের ক্ষমতাবলে এবং ওয়ালেটমিক্স লিমিটেডকে দেয়া লাইসেন্সের শর্ত মোতাবেক গ্রাহক স্বার্থ রক্ষায় ওয়ালেটমিক্সের পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে।