ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে ফের রোহিত শর্মার রেকর্ড

শাহনুর শাকিব

বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ভারতের রোহিত শর্মা।

বিশ্বকাপ আসরের শুরু থেকেই উইলোবাজি দেখাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একদিকে নেতৃত্বভার অন্যদিকে ব্যাটিং, দুটোই দারুণভাবে সামলেছেন তিনি। তার লড়াকু ব্যাটিংয়ে ভর করে প্রায় প্রতি ম্যাচেই দাপুটে শুরু পেয়েছে টিম ইন্ডিয়া।

এবারের আসরে ১১ ম্যাচ খেলে শতক হাঁকিয়েছেন মাত্র একটি। তবে, আফগানদের বিপক্ষে তিন অংকের এ ম্যাজিকেল স্কোরের মাধ্যমে শচীন, ওয়ার্নারকে ছাপিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেছেন রোহিত।

শতক ছাড়াও তিনি ফিফটি করেছেন তিনটি। যা কিনা, সে ম্যাচগুলোতে রেখেছে কার্যকরী ভূমিকা। এছাড়া ৫০ টির বেশি ছক্কা হাঁকিয়ে ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন ভারত অধিনায়ক। যার কারণে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে।

ফাইনাল ম্যাচেও ব্যাটিংয়ে নেমে দলকে প্রত্যাশিত শুরু এনে দেন রোহিত। আভাস দিচ্ছিলেন বড় ইনিংসের। কিন্তু মাত্র ৩ রানের জন্য মিস করেছেন ফিফটি। অর্ধশতক করতে না পারলেও আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন এ তারকা। ৬০০-র কাছাকাছি রান করে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন রোহিত শর্মা।

পেছনে ফেলেছেন কেইন উইলিয়ামসনকে। গত আসরে সাড়ে ৫০০-র বেশি রান করে এ রেকর্ড গড়েছিলেন কিউই অধিনায়ক। এ দু'জনের পরেই আছেন জয়াবর্ধনে, পন্টিং, ফিঞ্চরা।

এসএস