ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড যাদের

এম সুজন আকন

এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড হয়েই চলছে। আসরের প্রথম সেমিফাইনালে ওয়ানডেতে শচিনের সর্বোচ্চ শতকের রেকর্ড টপকে যায় ভিরাট কোহলি। এবারে দ্বিতীয় সেমিফাইনালে আরেকটি রেকর্ড ভাঙলো দক্ষিণ আফ্রিকা।

২০১৫ বিশ্বকাপে করা ৩৮টি সেঞ্চুরিই ছিলো এক আসরে সর্বোচ্চ। যেখানে টানা চার ম্যাচে চার শতক হাকিঁয়েছিলেন কুমার সাঙ্গাকারা। ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ডকে ছাড়িয়ে যান প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। তার ক্যারিয়ারের ষষ্ঠ শতকটি এবারের বিশ্বকাপে ৩৯তম সেঞ্চুরি।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৮ সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে। যেখানে কুইন্টন ডি কক একাই হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি। এরপরেই আছে স্বাগতিক ভারত। তাদের দলীয় শতক এখন পর্যন্ত ৭টি। ভিরাট একাই করেছেন ৩টি। এছাড়া নিউজিল্যান্ডর আছে ৬টি সেঞ্চুরি। সমান সংখ্যক আছে অস্ট্রেলিয়ারও।

ভারতীয় ব্যাটিং স্বর্গে নেদারল্যান্ডস ছাড়া সব দলেরই আছে সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে যেখানে একমাত্র শতকটি হাঁকিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরানেরও আছে শত রানের ইনিংস।

১৯৭৫ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর প্রথম আসরে এসেছিলো ৬টি সেঞ্চুরি। ১৯৭৯ সালে পুরো টুর্নামেন্টে আসে মাত্র ২টি। অধুনিক ক্রিকেটের যুগে প্রবেশ করার সবচেয়ে বেশি শতকের দেখা মেলে ২০১১ সালে। তিন দেশে আয়োজিত সেই বিশ্বকাপে শতকের সংখ্যা ছিলো ২৪টি।

রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। এখন দেখার বিষয় ফাইনালের পর সেঞ্চুরির সংখ্যা কোথায় গিয়ে থামে।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর