দেশে এখন
0

সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে সকাল থেকেই সরগরম ইসি সচিবালয়। বুধবার ভোর থেকেই নির্বাচন ভবনে প্রবেশ করতে থাকেন নির্বাচন কর্মকর্তারা।

পূর্বনির্ধারিত সময় বুধবার সকাল ১০টাতেই নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির হন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম। জানান, বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত হবে কমিশন সভা। সেখানে চূড়ান্ত হবে তফসিল। সভার পর সন্ধা ৭টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসি সচিব মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, 'সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সমগ্র দেশবাসীর উদ্দেশ্য ভাষণ দিবেন ও একই সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন'

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার জন্য স্বাভাবিক পরিবেশ রয়েছে।

ইসি সচিব আরও বলেন, 'আমরা বারবারই বলেছি নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের তফসিল ঘোষণা করার মতো পরিবেশ আছে। নির্বাচন কমিশন যা ভাবছে তা আপনাদের জানিয়ে দিয়েছি।'

এদিকে বুধবার সকালে থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যরা যোগ দিয়েছেন নিরাপত্তা নিশ্চিতে। জরুরী প্রয়োজন ছাড়া দর্শনার্থী প্রবেশেও রয়েছে কড়াকড়ি ।