গ্রামীণ কৃষি
কৃষি
0

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ

দিনাজপুরের হিলিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের সামনে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়।

এসময় হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজাবাউল হোসেন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার বলেন, 'এবার বোরো মৌসুমে উপজেলায় হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়াতে বিনামূল্যে এসব ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার এক হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেয়া হয়েছে। উন্নত জাতের বীজ হওয়ায় ৩৩ শতকের প্রতি বিঘায় ৩৩ মণ ধানের ফলন হবে বলেও জানান তিনি।'

এসএস